এক হাসপাতালে ৫০ নার্সকে যৌন হয়রানি
প্রকাশিত:
১৬ জুন ২০২২ ১২:৩০
আপডেট:
৫ জুলাই ২০২২ ০৪:১১

মধ্যপ্রদেশের ভোপালে একটি হাসপাতালের সুপার দীপক মারাভির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ৫০ নার্স। সম্প্রতি ওই হাসপাতালের নার্সরা এ অভিযোগ করেছেন।
নার্সদের অভিযোগ, রাতে ডিউটির সময় হাসপাতালের সুপার তাদেরকে নিয়মিত যৌন হয়রানি করেছেন। তিনি নার্সদের সামনেই বিভিন্ন সময়ে অশ্লীল কর্মকাণ্ড লিপ্ত হন।
ঘটনাটি ঘটেছে ভোপালের হামিদিয়া হাসপাতালে। এটি মধ্যপ্রদেশ রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল। নার্সদের এ অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকারও। রাজ্যের স্বাস্থ্য কমিশনারকে ১০ দিনের মধ্যে এ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশন।
রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, নার্সদের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হাসপাতালের সুপার দীপক মারাভির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিষয়:

ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ

’Hefazat-e-Islam’ är ett farligt spel för regeringen i Bangladesh’

আইলারে নয়া দামান গান নিয়ে নতুন আলাপ

চীনা টিকার তৃতীয় ডোজ প্রয়োজন হতে পারে: গবেষক

মাতৃত্বের গল্প

আপনার মূল্যবান মতামত দিন: